Violations of Child Rights, July 2024
Statistics Source: Prothom Alo, Ittefaq, Samakal, Sangbad, Janakantha, Jugantor, Naya Diganta, Daily Star, New Age, Dhaka Tribune (including their e-papers), some online news portals and Ain o Salish Kendra (ASK). |
|
News Highlights
ডব্লিউএইচওর জরিপ: সম্পর্কে জড়ানো কিশোরীদের এক-চতুর্থাংশই সঙ্গীর সহিংসতার শিকারইত্তেফাক, ৩০ জুলাই ২০২৪প্রেমের সম্পর্কে থাকাকালে শারীরিক ও যৌন সহিংসতার শিকার হন কিশোরীদের প্রায় এক-চতুর্থাংশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) প্রকাশিত আন্তর্জাতিক চিকিৎসা সাময়িকী দ্য ল্যানসেটে এ–সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছে। খবর রয়টার্সের। ১৫৪টি দেশ ও অঞ্চলের ১৫ থেকে ২৪ বছর বয়সী কয়েক হাজার কিশোরীর ওপর সমীক্ষাটি চালানো হয়। এ ধরনের সহিংসতা রোধে যথাযথ পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানিয়েছে সংস্থাটি। বিস্তারিতকিশোরীকে ধর্ষণের মামলায় কনটেন্ট ক্রিয়েটর ইসমাইলকে আদালতে প্রেরণকালের কন্ঠ, ১০ জুলাই ২০২৪বিয়ের প্রলোভনে ১৬ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে আলোচিত ফেসবুক ও ইউটিউবের কনটেন্ট ক্রিয়েটর ইসমাইল হোসেন (৩৫)কে আদালতে প্রেরণ করা হয়েছে। আজ বুধবার (১০ জুলাই) সকালে হালুয়াঘাট থানা পুলিশ তাকে আদালতে পাঠায়। এর আগে মঙ্গলবার (৯ জুলাই) সকালে ভুক্তভোগী ওই কিশোরীর মা বাদি হয়ে হালুয়াঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। বিস্তারিতভারতে সাজাভোগ শেষে দেশে ফিরল ১৩ কিশোর-কিশোরীকালের কন্ঠ, ৯ জুলাই ২০২৪ভারতে আটক হওয়ার পর বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরেছে ১৩ বাংলাদেশি কিশোর-কিশোরী। ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। মঙ্গলবার (৯ জুলাই) সন্ধ্যার দিকে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফেরে তারা। ফেরত আসা কিশোর-কিশোরীরা লালমনিরহাট, গোপালগঞ্জ, সাতক্ষীরা, পিরোজপুর, পটুয়াখালী, মুন্সীগঞ্জ, ঢাকা, যশোর ও কুমিল্লা জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। বিস্তারিতজন্মদিনের কেক কাটা নিয়ে শিক্ষকের পিটুনিতে ছাত্রের মৃত্যুর অভিযোগ, স্কুলে ভাঙচুরপ্রথম আলো, ১৬ জুলাই ২০২৪সাতক্ষীরার কালীগঞ্জে শিক্ষকদের মারধরে নবম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত ছাত্রের পরিবারের সদস্য ও একাধিক শিক্ষার্থীর ভাষ্য, স্কুলে জন্মদিনের কেক কাটা নিয়ে এক শিক্ষক ওই ছাত্রের বুকে হাঁটু দিয়ে আঘাত করেন। পরে সে বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়ে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক ওই ছাত্রকে মৃত ঘোষণা করে। বিস্তারিতসায়েন্স ল্যাবে পাঁচ শিক্ষার্থী গুলিবিদ্ধ, আহত শতাধিকপ্রথম আলো, ১৬ জুলাই ২০২৪রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার পর আন্দোলনকারী শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচ শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়া সংঘর্ষে শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের পাশের পপুলার ডায়াগনস্টিক সেন্টারসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ওই এলাকায় এখনো বিক্ষিপ্তভাবে সংঘর্ষ চলছে। বিস্তারিত১৫০ মৃত্যুর বিশ্লেষণঃ নিহত ১১৩ জন কম বয়সী, শিক্ষার্থী ৪৫ প্রথম আলো, ২৯ জুলাই ২০২৪কোটা সংস্কার আন্দোলন ও পরবর্তী বিক্ষোভ-সংঘর্ষে বেশি মৃত্যু হয়েছে শিক্ষার্থী ও শ্রমজীবী মানুষের। নিহত ব্যক্তিদের ৭৫ শতাংশ শিশু, কিশোর ও তরুণ। হাসপাতাল, স্বজন ও মরদেহ নিয়ে আসা ব্যক্তিদের সূত্রে সংঘর্ষ-সংঘাতে এখন পর্যন্ত ২১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে বয়স, পেশা ও আঘাতের ধরন এবং কোন এলাকায় আহত অথবা নিহত হয়েছিলেন, তার বিস্তারিত তথ্য পাওয়া গেছে ১৫০ জনের। এর মধ্যে ১১৩ জন শিশু, কিশোর ও তরুণ। বিস্তারিতনারায়ণগঞ্জে বাড়ির ছাদে গুলিবিদ্ধ শিশু রিয়া মারা গেছে সমকাল, ২৫ জুলাই ২০২৪গত ১৯ জুলাই ২০২৪ (শুক্রবার) সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে নারায়ণগঞ্জ সদরের নয়ামাটি এলাকায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষকালে গুলিবিদ্ধ হয় শিশু রিয়া গোপ। রিয়ার বাবা দীপক কুমার গোপ জানান, তাঁর মেয়ে স্থানীয় একটি স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী ছিল। পরিবারের সদস্যদের সঙ্গে মেয়েটা শুক্রবার বিকেলে চারতলা বাড়ির ছাদে গিয়েছিল। তখন আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া চলছিল। এ সময় একটি গুলি এসে রিয়ার মাথায় লাগে। বিস্তারিত
|
|
|
|
|